“নারী জিন্দাবাদ”
নারী তুমি কি জানো?
তুমি সাহসী, তুমিই মহীয়সী।
নারী তুমি কি জানো?
তুমি শক্তি, তুমিই শ্রেয়সী।
নারী তুমি মমতাময়ী,
সুখের প্রতিচ্ছায়া,
নারী তুমি ভালবাসার
এক অনন্য মায়া।
নারী ছাড়া জগৎ কালো,
নারী প্রথম দেখায় আলো।
নারীকে করো না অবহেলা,
বুঝবে তখন ফুরালে বেলা।
নারীরা সহ্য করে
অসহ্য যন্ত্রণা আর ব্যাথা,
নারীর মাঝে লুকিয়ে আছে
না বলা কত শত কথা।
এত কষ্টের পরে যখন
মিটবে মনের সাধ,
সবার মুখে ফুটবে তখন
নারী জিন্দাবাদ।
বাবা
আমার এমন কোনো ইচ্ছে নেই
যেটা আমার বাবা পূরণ করে নি।
আমার এমন কোনো চাওয়া নেই
যেটা আমার বাবা এনে দেয় নি।
আমার এমন কোনো আবদার নেই
যেটা আমার বাবা মেনে নেয় নি।
আমার এমন কোনো সমস্যা নেই,
যেটা আমার বাবা মিটিয়ে দেয় নি।
বাবা তো আমার কাছে সেই,
অপ্রকাশিত ভালোবাসার নাম।
বাবা তো হার না মানা যোদ্ধা,
বাবার প্রতি ভালোবাসা অবিরাম।
হয়তো আমার বলতে দেরি,
কিন্তু বাবার দিতে দেরি নেই।
জীবনে বাবার এতো অবদান,
আর কিছুই চাওয়ার নেই।
বাবা তোমার কাছেই পেয়েছি,
সাহস নিয়ে এগিয়ে চলার।
বাবা তোমার কাছেই শেখেছি,
অন্যায়ের প্রতিবাদ করার।
বাবা শুধু দিয়েই গেলো আমায়,
কিভাবে করবো সেই ঋনের শোধ?
বাবা তোমায় আমি স্যালুট জানাই,
কখনো বুঝতে দাও নি অভাববোধ।
আমাকে ভালোবাসার জন্য তো
বাবার কোনো দিবস লাগে না।
তাই বাবা কে ভালোবাসার জন্যও
আমার কোনো দিবস চাই না।
বাবাকে ছাড়া জীবন ছন্নছাড়া,
বাবা আছে তাই জীবন চলছে বেশ।
বাবা কে ভালোবাসি প্রতিটা মুহূর্তে,
জীবনের সেই শুরু থেকে শেষ।
“ইচ্ছে ডানা”
আমি নারী আমিই পারি
শতবাঁধা পেড়িয়ে,
কেমন করে স্বপ্ন পূরণে
যেতে হবে এগিয়ে।
দূর আকাশের নক্ষত্র ওই
যেমন করে জ্বলে,
তেমন করেই জ্বলতে চাই
হাজার কষ্ট ভুলে।
লক্ষ্য যদি দৃঢ় হয়
এগিয়ে তো যাবোই,
আজ হোক বা কাল
স্বপ্ন পূরণ করবোই।
লেখিকা হওয়ার স্বপ্ন যার
কে আটকায় তাকে?
ঘুম ভাঙ্গলেই সকাল হয়
ইচ্ছে পাখির ডাকে।
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে
ইচ্ছে রা যায় খেলে,
স্বপ্নে জয়ে পাড়ি দেবো
ইচ্ছে ডানা মেলে।
স্বপ্নজয়ী
স্বপ্নজয়ী মেয়ে রে তুই
স্বপ্ন করবি জয়!
সাহস নিয়ে এগিয়ে যাবি
করবি না তো ভয়।
পূরণ হবে ইচ্ছে যত
একটু একটু করে,
যেমন করে সফল মানুষ
সফল জীবন গড়ে।
পরিশ্রম আর ইচ্ছে দিয়ে
লক্ষ্য পূরণ হবেই,
হার না মানা স্বপ্নজয়ী
সফল হবে তবেই।
মেয়ে বলেই হেরে যাবে
এক “না” শব্দের কাছে?
লোকে তো কত কিছুই বলে
তোমার আমার পিছে।
বাধা আসবে বিপদ আসবে
এই স্বপ্নজয়ের পথে,
সব প্রতিকূল কাটিয়ে আজ
সফলতা চাই পেতে।