মহসিন আলম মুহিন।
অজানা আশংকায় মনের ভেতরটা কেমন যেন করে,
রোগ-ব্যধি, ঝরা-খরা, গজব, কীট-পতঙ্গর ভয় অন্তরে।
“করোনা” পৃথিবীকে তছনছ করে একটু হয়েছে অসাড়,
এরই মাঝে আবার আতংক বিষধর সাপ রাসেল ভাইপার।
রেমাল কেড়ে নিল প্রাণ সহ কত কিছু-ক্ষতির সমাচার,
আবার মোরা বড্ড ভয়ে জড়সড় শুনে সাপের অত্যাচার।
আউযুবি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক,
হে প্রভু, মানুষকে কষ্ট দেয় এমন প্রাণীকে করে দাও তুমি হালাক।
কোন অনিষ্ট হবে না কভু-প্রভু তুমি যদি থাকো পাশে,
সাধ্য নাই তোমার অনুগত বান্দাকে বাঁধবে নাগপাশে।
ডানে চলতে বামে চলেছি করেছি হাজার হাজার ভুল,
মাফ করে দাও, ক্ষমা করে দাও, তরী যেন পায় কূল।
মানুষকে বলি দোয়া-দরূদ পড়ো আল্লাহকে করো ভয়,
সাথে সাথে সর্তকতা অবলম্বন করো অবহেলা কোনো নয়।
জানি দয়াময় পাপী-তাপী আমরা বড়ই গুনাহগার,
এওতো মানি, তুমিই রহমান, রাহিম, গাফুর ও গাফফার।
হে আল্লাহ, রহম করো, দয়া করো-ভুবনের সব মানুষকে,
সঠিক বুঝ দিয়ে বাঁচিয়ে দাও তোমার সেরা সৃষ্টিকে।।