আমিনুল ইসলাম রনি আমিন সভাপতি জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখা।
*********************
আজো আমি তোকেই ভালবাসি।
নিত্য দিনে তোকেই খুঁজি,
হাজার ভিড়ে ,কাশবনে, শকুন্তলে,
না পেয়ে তোর ছবি দেখে-
আপন মনে হাসি।
তুই কিরে আগের মত
অল্প ব্যথায় ,কথায় – কথায়
হাসির মাঝেও কাঁদিস?
জলে ডুবা পদ্ম ফুলের
মালা গেঁথে কারো জন্য রাখিস?
সন্ধ্যা হলে জানলা খুলে
উকি মেরে কাউকে তুই খুঁজিস?
রাগ হলে তুই হাতের কাছে যা পাস
তাই কি ছুঁড়ে মারিস?
তুই কি আগের মতই এসব করিস?
গভীর রাতে মেসেজ দিয়ে
কাউকে তুই ডাকিস?
খেলার চলে এসব ভুলে
আমি যেমন থাকি
তুইও কি আমার মত
একটু একটু ভাবিস!
ভুলে যাওয়ার ভাব দেখিয়ে
ভাবনা নদীর অতল তলে-
হারিয়ে কভু গেছিস?
আমি না হয় একলা হয়ে
আপন মনে চলি।
হৃদয় উজার করে দিয়ে
ভালোবাসা বিলিয়ে দিয়ে
শূন্য বুকে কষ্ট চেপে
একা একা থাকি।
আমার তো প্রতি রাতে
চোখের কোনে অশ্রুপাতে
জলের গড়াগড়ি-
দোয়া করিস আমি যেন
তোর নেশাতেই মরি।।