মহসিন আলম মুহিন
না পারি চলতে! না পারি কাউকে বলতে,
আয়ের সাথে মিল নাই-কোন কিছু কিনতে।
ইলিশটা বড় হয়ে সিলভারে নিলো রূপ,
অন্তর জুড়ে আগুন জ্বলে তবুও থাকি চুপ।।
মাছ, মাংস, মোরগ-হংস যায় না কভু ধরা,
আটা, ময়দা, তেলে আগুন, ঘৃত, দধিও চড়া।।
পাঙ্গাশ আর পোল্ট্রি এরাও দামে পল্ট্রি খেলো,
শাক-সবজি তরকারির দামও এলোমেলো।।
পোষাক-আশাক, স্বাস্থ্য রক্ষা সাধ্যের বাহিরে,
ছেলে-মেয়ের বিয়ে সেড়ে ঋণের বোঝা ঘাড়ে।।
শখ করে ফল মুল আসে না আর ঝুড়ি ভরে,
রোগ ব্যধিতে কিনতে গিয়েও থাকতে হয় দূরে।।
ধর্মে-কর্মে টাকার পাহাড় কমতি হলে সব হারা,
সভা-সমিতি, ঈদ, রোজা, হজব্রত সবই এখন চড়া।।
অতিথিদের সেবা করা এখন যেতেই হবে ভুলে,
হাত ধোঁয়ানো কঠিন হলো মুল্যের জাতাঁকলে।।
জীবন ধারণ কঠিন হলো! আহ্ সবই যেন আজ নষ্ট,
বিধাতার করুণা ছাড়া-আগামীর পথ চলাটা কষ্ট।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
দেশঃ- বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯