মহসিন আলম মুহিন
বিশ্রী, কদর্য, কুৎসিত, উদ্ভট, কিম্ভূতকিমাকার-
এসব বিদঘুটে কারবার,
ভাল, স্বচ্ছ, ধবধবে, চকচকে, পরিস্কার-
না হয় যদি তবে তা অশুভই বারবার।
জটিল, কুটিল, বেমানান, বেখাপ্পা সমাচার,
এরই মাঝে লুকানো বিদঘুটে-ধাপ্পার সমাহার।
বুঝ নাই, অবুঝের মতো বলে চলে বিদঘুটে কিছু লোক,
বলে মানুষ এসেছে বানর থেকে কেমন বেমানান শ্লোক!
কেহ বলে পালক খসে পড়ে হয়েছে আজকের মানুষ,
কেমনে বোঝাবে বিদঘুটে লোক কমে গেছে তার হুস।
কখনও নামে ঘোর আঁধার সংশয়ে দিনক্ষণ যেন কাটে,
ভৌতিক রাত ভয়ে কুপোকাত-খুবই অন্ধকার বিদঘুটে।
আপোষহীন বিদঘুটে জীবন ঝরা, খরার নেই শেষ-
বিদঘুটে স্বপ্ন-স্বপ্নই রয়ে যায় ভালবাসাহীন বাড়ে শুধুই ক্লেশ।
তবুও চলতে হয়, সদা বলতে হয় অন্তবিহীন পথে চলাই জীবন-
বলতে হয় ভালো আছি, ভালো থেকো, যদিও বিদঘুটে প্রেমহীন ভুবন।।