নিশাত তাবাসসুম
স্বপ্ন যখন বলে গেলো
আসবে নতুন ভোরে,
মনটা তখন দারিয়ে ছিল
তিন রাস্তার মোড়ে।
একদিকে তার জীবন ছিল
বাস্তবেতে ভরা , অন্য দিকে
আবেগ ছিল নতুন স্বপ্নে মোড়া
আরেকদিকে ছিল শুধুই ,
কর্তব্যের সারি।
ভাসবী কোথায় মনরে তুই,
সুতোয় বাঁধা তরী।
এখন শুধুই নিয়ম মেনে চলছে জীবন
স্বপ্ন দেখা বারণ
আগের মতন খুঁজি না আর,
মন খারাপের এর কারণ।