কবিতাঃ- স্বপ্নের অপমৃত্য
কলমেঃ- মহসিন আলম মুহিন
চারিদিকে কেমন যেন
অনাকাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ!
আমার আমিকে অস্থির, নিস্কর্মা
অপাংক্তেয় মনে হয়! জনপ্রিয়তা
সেতো যক্ষের ধন, জীবন
বিলিয়ে দিয়ে তারপর থামা।
ঈদের চাঁদকে ঢেকে দেয় মেঘ,
বঁধুর পরনে শুভ্র শাড়ী উঠে! এ যেন
কালোপেড়ে নক্সী আঁকা কাঁটা তার,
বাঁশঝাড়ে কানাকুয়া ডাকে,
আঙ্গিনায় জবরদস্তিদের আনাগোনা।
কোটি কোটি জনতার অশ্রু ঝরে,
তাতে ঘরণীর সিঁদুর আরো মুছে যায়!
সন্তানের স্নেহের আকাল ঘোচে না মোটেও,
নফল আদায়ে-ফরজের ফায়দা আসে না কভু,
জীবন তিক্ত লাগে! ঘৃণায় ভরে আগামী পৃথিবী।
বুক উচু করে মঞ্চ কাঁপানো তনু-
পালকি চড়ে একাকী এক কোণে!
মাটির ঘরে “স্বপ্নের অপমৃত্যু” হাজার চাওয়ার শেষ! লোভের কাছে পরাজিত বিশাল বপু,
এ যেন লজ্জার সাগরে ডুবে যাওয়া সোনার তরী।
প্রশাসনে তোলপাড়, ছুটোছুটি জাগ্রত ঘুম!
সাপের প্যাঁচে আটকায় কাঙ্ক্ষিত সুবিচার,
মুহূর্তে খোলস পাল্টায় পরিচিত মুখ,
এভাবে আর কত জাতির বিবেক ঝরে যাবে!
রক্তাক্ত হবে স্নিগ্ধ মাটির কোষ?
হলুদ শাড়ী লাল হবে বারুদের রঙে।।
মহসিন আলম মুহিন,
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ।