তুমি আমার চলার গতি
আমার সুখের ঘর।
তোমায় দেখলে মা গো আমার
ভরে যায় অন্তর।
দরদীনি এমন মা
দিলেন বিধি দুনিয়ায়।
বিনা তারে দিলেন বেধে
নাই যার তুলনা।
কোনদিন আমায় ছেড়ে
চলে যেওনা।
আমি আঘাত পাইলে মা গো
কাঁদে তোমার মন।
দু হাত তুলে কর দোয়া
তুমি সারাক্ষণ।
সবার আগে তোমার দোয়া
কবুল করেন মালিক শাই।
তুমি আমার সেই মা
মনের বাসনা।
কোন দিন আমায় ছেড়ে চলে
চলে যেওনা। মা গো ।
রচনা: বীর মুক্তিযোদ্ধা কে এম হাফিজুর রহমান। ঢাকা।