মানবত
হারিয়ে গেছে মানবতা
নেই কোন লাজ।
কেউ কারো ধার ধারেনা
সাজে রংবাজ।
লুটপাট করে তারা
বোনে মহারাজ।।
জনে বলে শক্তি শালী
চলে দলে বলে।
আইন কানুন মানেনা
রাজার মত চলে।
মনে যাহা করে তারা
হয়ে রংবাজ।
লুটপাট করে চলে
বনে মহারাজ।।
বিপথগামী মানুষ পেলে
হয় বেজায় খুশি।
লোভে পরে কাছে নেয়
এত ভালোবাসি।
নামের ঢংকা করে বেশি
ভয়ানক এই দরাজ।
লুটপাট করে খায়
বনে মহারাজ।।
রচনা: বীর মুক্তিযোদ্ধা কে এম হাফিজুর রহমান। ঢাকা।