মোঃ হেলাল পালোয়ান কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি
আজ সারাদেশে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তার মধ্যে লক্ষীপুরের কমলগর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কমলগর শাখার পীর সাহেব চরমোনাই আল্লামা খালেদ সাইফুল্লাহ।
কমলনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী জানা যায় মোট ৭৩ টি কেন্দ্রের ভোটের ফলাফল অনুযায়ী মটরসাইকেল প্রতিক নীয়ে বিজয়ী প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ পেয়েছেন ১৮২৩১ ভোট।
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ মার্কার প্রার্থী মোঃ বাবুল মিয়া পেয়েছেন ১৬৮৭১ ভোট ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী আল্লামা খালেদ সাইফুল্লাহ কমলনগর উপজেলা পরিষদ ২০২৪ এর নির্বাচনে ১৩৬০ ভোটে এগিয়ে থেকে নির্বাচিত হন।
অপরদিকে সাবেক কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী দোয়াত কলম প্রতিক নিয়ে পেয়েছে ১৬৫২৯ ভোট নিয়ে তৃতীয় হন।