মোঃ হেলাল পালোয়ান কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি।
হাজির হাট রমজানের পূর্ব মূহুর্তে মাংসের বাজারে বেহাল দশা.সাধারণ ক্রেতারা মাংসের বাজারে মাংসের ক্রয় করতে হিমসিম খাচ্ছে.সমবার সকালে কমলনগর হাজির হাট বাজারে এমন চিত্র দেখা গেছে.গত বছরের একই সময়ের তুলনায়,গরু সহ খাশির মাংস কেজিতে ২০০ থেকে ২৫০টাকা বেশিতে বিক্রি হচ্ছে.বাজার করতে আসা ক্রেতা শরীফ.মনির.হাবিব সহ কয়েক জন সাক্ষাৎকারে বলেন,গত বছরের তুলানায় এ বছর সবজিসহ সব জিনিস পত্রের দাম তুলনামূলক বেসি এবং মাংসের দামও চৌরা রয়েছে তবে বাজার যদি প্রতি প্রশাসন মনিটরিং করে তাইলে বাজার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে অনেকটা বলে মনে করেন সাধারণ ক্রেতারা।
অন্য দিকে অসন্তোষ রয়েগেছে মাছ বাজার সহ মাংসের বাজারে গুলোতে বয়লা মুরগী ২৩০টাকা, সোনালী মুরগী ৩৮০টাকা করে, সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এবং গরুর মাংস ৯০০টাকা, হাড্ডি ছাড়া১০০০টাকা, খাশি ১১০০টাকা করেও বিক্রি হচ্ছে।
তবে কাঁচা বাজার সহ মাংসের বাজারেও নেই ভোক্তা অধিকার সহ প্রশাসেনের নজর দারি কিংবা কোনো মনিটরিং।
এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা,পবিত্র মাহে রমজানে উপলক্ষে কমলনগরে প্রত্যেকটা বাজারে আমাদের মোবাইল কোড চলমান থাকবে এবং কি মনিটরিং সহ গোপন ভাবে ও নজর দাঁড়ি থাকবে।