স্টাফ রিপোর্টার,মোঃ সাইফুজ্জামান সুমন।
কয়রা উপজেলা গণধিকার পরিষদের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ শে মার্চ বিকাল ৫টায় কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা হল রুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা গণধিকার পরিষদের সভাপতি জিএম ইয়াছিন আলী এবং সঞ্চালনায় ছিলেন কয়রা উপজেলা ছাত্র অধিকারের সভাপতি বিল্লাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরাফাত হোসেন আহ্বায়ক পেশাজীবী অধিকার পরিষদ, খুলনা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার হাসান( সহ সাংগঠনিক সম্পাদক) খুলনা জেলা গনঅধিকার পরিষদ, জিএম তরিকুল ইসলাম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খুলনা জেলা।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম খুলনা জেলা, সিরাজুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি কয়রা গণধিকার পরিষদ, তানভীর সুমন, ইমাদুল হক,মোঃ সাইফুজ্জামান সুমন (সভাপতি) জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখা,মোঃ আছাদুল হক (সাধারণ সম্পাদক) জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কয়রা উপজেলা শাখা, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিশিষ্টজনেরা।
ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের ফজিলত ও সমাজের অসহায় মানুষের পাশের দাঁড়ানোর আহ্বান জানান।