স্টাফ রিপোর্টার, সাইফুজ্জামান সুমন:এ ব্যাপারে২৬ নভেম্বরে দুপুর ২:০০ টায় জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন কয়রা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের করে। ২নং বাগালী ইউনিয়ন পরিষদের ০৯নংওয়ার্ডেরওয়ারেশ কায়েম জালিয়াতি করে ভূমিদস্যুগন ভুয়া ওয়ারেশ কায়েম দিয়ে বিভিন্নভাবে: মো:মকবুল সরদারকে হয়রানী করে আসছে। ভুক্তভোগী মোঃমকবুল সরদার আর বলেন আমাকে, ভুয়া জালিয়াতি বানোয়াট ভিত্তিহীন ওয়ারেশ কায়েম দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিচার শালিস ও একই বিষয়ের উপরে বিভিন্ন দপ্তরে আমাকে নিয়ে তাল ভাবনা করে আসিতেছে দীর্ঘদিন যাবত। ভুয়া বানোয়াট মিথ্যা ওয়ারেশ কায়েম দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানির শিকার করে আসছে ( ১)মোঃ মফিজুল ইসলাম পিং আবুজার সরদার। (২)মোহাম্মদ আব্বাস সদ্দার( ৩)আবুজার সরদার( ৪)লিয়াকাত সরদার, উভয় পিং সুরমান সরদার সর্ব সাং বগা, পো:সরিষামুট,৯নংওয়ার্ড।লিখিত উভয় ব্যক্তি আমাকে বিভিন্নভাবে আমার ক্রয়কৃত জমি নিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আমার ক্রয়কৃত জমি থেকে আমাকে বিতাড়িত করে । পরবর্তীতে বাগালী ইউনিয়ন পরিষদে আব্দুল সরদারের পক্ষে মকবুল সরদার ওয়ারেশ কায়েমের আবেদন করলে২ জন ইউপি সদস্যের তদন্ত সাপেক্ষে সর্বোজমিনে সাক্ষাতে সঠিক ওয়ারেশ হয় ৭ পু্ত্র ১ কন্যা।
মফিজুল পরবর্তীতে আবেদন করে আরো একটি সনদ গ্রহন করে যাহাতে ৭ পুত্র ৩ কন্যা যাহা ভুয়া বা সঠিক নয়।উল্লেখিত ভুক্তভোগী মকবুল হোসেন বলে আমি উল্লেখিত ভূমিদস্যদের হাত থেকে থেকে পরিত্রান চায়।