মোঃমন্জুরুল আহসান:
স্টাফ রিপোর্টারঃ-কাউনিয়ায় অসমাপ্ত কাজ শেষ করার লক্ষে পূনরায়,নৌকা মার্কায় ভোট চাইলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।
বৃহস্পতিবার দুপুরের উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাননাথ চর ইবতেদায়ী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় মার্কায় ভোট চান তিন। এসময় আরো বলেন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং তার অসমাপ্ত কাজকে শেষ করার জন্য পুনরায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহব্বান জানান।
শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান চৌধুরী তুহিন, সহ উপজেলা, ইউনিয়ন ও ওর্য়াড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।