মোঃমন্জুরুল আহসান স্টাফ রিপোর্টারঃ সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এ প্রতিপাদ্য নিয়ে কাউনিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি, স্মার্ট কার্ড বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন – বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান প্রমুখ। বক্তারা এ সময় স্মার্ট বাংলাদেশ নির্মাণে সকলকে সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার আহবান জানান, আলোচনা সভার পূর্বে একটি র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।