মোঃমন্জুরুল আহসান:স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত বিডিআর সদস্য আব্দুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৪ফেব্রুয়ারি) দুপুরে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।এর আগে নিহতের কফিনে রাষ্টীয় সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার, মহিদুল হক, রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযাদ্ধা সরদার আব্দুল হাকিম ও কাউনিয়া থানার ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডলের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর আব্দুর রহমানের স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।