মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টারঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে (জুলাই -আগষ্ট) নিহত কাউনিয়ার শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন।
তিনি রবিবার দুপুরে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া মাঝাপাড়ায় শহীদ বদিউজ্জামান ও একই ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকার শহীদবাগ আব্দুল লতিফ মিয়ার কবর জিয়ারত করেছেন। পরে তিনি শহীদ পরিবারের লোকজনের সাথে কথা বলে সমবেদনা প্রকাশ করেন,
এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটি মুখপাত্র শামিম হোসেন, আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটি সদস্য শিপন আহম্মেদ : শরিফুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।
শহীদদের কবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই গণ যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে জাতীয় নাগরিক কমিটিএই কোন অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন , তাদের পরিবারের পূর্ণবাসনের জন্য সর্বাত্মক সহযোগিতা করে যাবে জাতীয় নাগরিক কমিটি , এছাড়া তিনি আরো বলেন , যেহেতু দীর্ঘদিন যাবত ধরে আমি রাজনীতির সাথে যুক্ত আছি, সেহেতু আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি।