নিজস্ব প্রতিবেদকঃ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ছয় জন ওয়ার্ড বিএনপির নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা ও সদস্য সচিব এডভোকেট মোজাহারুল আলম বাবলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- উপজেলার১ং সারাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আরমান, একই ওয়ার্ডের বিএনপির সদস্য মো:নাজির হোসেন ও মো: পারভেজ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুদার রহমান, একই ওয়ার্ডের বিএনপির সদস্য মো: মুকুল মিয়া এবং ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর কে দলীয় সকল পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সদস্য সচিব এডভোকেট মোজাহারুল আলম বাবলু জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।