স্টাফ রিপোর্টার(সিলেট):
সিলেটের কানাইঘাট থানা পুলিশের একাধিক আভিযানে ৪ ওয়ারেন্টভূক্ত আসামী ও একটি মামলার এজাহার নামীয় আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান,(২০ই মার্চ বুধবার) দিবাগত রাতে এসআই(নিঃ) সোহেল মাহমুদ এর নেতৃত্বে কানাইঘাট থানার এএসআই (নিঃ) আব্দুছ ছাত্তার, এএসআই(নিঃ) রায়হান মিয়া, এএসআই (নিঃ) মুহিবুল ইসলাম, এএসআই(নিঃ) জমির হোসেন সঙ্গীয় ফোর্স সহ কানাইঘাট থানার বিভিন্ন এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে কানাইঘাট থানার মামলা নং-১৭ (০৩)২৪ এর আসামী এজাহারনামীয় আসামী ১। নজমুল ইসলাম প্রকাশ নাজমুল ইসলাম (৩২), পিতা-হাজী শফিকুল হক, সাং-চটিগ্রাম (চানপুর), কোতয়ালী থানার মামলা নং-৩৩ (০৮)২১ এর ওয়ারেন্টভূক্ত আসামী ২। মোঃ কয়েছ আহমদ (২৫), পিতা-মোঃ মর্তুজ আলী, মাতা-জুহুরা বেগম, সাং-পর্বতপুর ডুংরা, কানাইঘাট সিআর-১৬৯/২০খ্রিঃ এর ওয়ারেন্টভূক্ত আসামী ৩। তাজ উদ্দিন (৪০), পিতা-মৃত আব্দুন নূর, সাং-নিজ রাজাগঞ্জ, কানাইঘাট থানার নন এফআইআর নং-৮১/২৩খ্রিঃ এর ওয়ারেন্টভুক্ত আসামী ৪। শমছুর উদ্দিন (৫০), পিতা- ছিদ্দেক আলী, সাং-দলইকান্দি, কানাইঘাট থানার নন এফআইআর নং-৩৪/২৩খ্রিঃ এর ওয়ারেন্টভূক্ত আসামী ৫। হারিছ উদ্দিন (৬০), পিতা-মৃত মছদ্দর আলী, সাং-লামা ঝিঙ্গাবাড়ী, সর্বথানা-কানাইঘাট, জেলা-সিলেটদের গ্রেফতার করেন। উক্ত আসামীদেরকে বৃহস্পতিবার (২১ই মার্চ) পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।