আব্দুস শহীদ শাকির,জকিগঞ্জ সিলেট থেকে: সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন (৫) হত্যায় মামলায় গৃহ শিক্ষিকাসহ (সাবেক) চার জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রহস্য উদঘাটনের পাশাপাশি এ হত্যার সঙ্গে আরও কারও সংশ্লিষ্টতা আছে কি না সেটি খতিয়ে দেখতে আদালতে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে বাদী পক্ষের আইনজীবীরা ৭ দিনের রিমান্ড চাইলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদল ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর মুনতাহা আক্তার জেরিন (৫) সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে। পরে প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর থেকে তাকে আর কোথাও পাওয়া যায়নি।৮দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।