মো: আলামিন সরকার,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালু বোঝাই ট্রাক উল্টে বালুর নিচে চাপা পড়ে আসিফ বয়স (১৩) নামের একটি শরীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৯শে জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামারখন্দ উপজেলার কয়েলগাতী পশ্চিমপাড়ায় এর দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ কামারখন্দ উপজেলার কয়েলগাতী গ্রামের শাহিন হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায় যে একটি ট্রাক উল্লাপাড়া থেকে বালু নিয়ে কয়েলগাতী গ্রামে আসতে ছিল মৃত্যু আসিফের খেলার সাথীরা ওই ট্রাকের বালুর উপরে উঠে বসে ছিল। পরে আসিফ তার খেলা সাথীরা ওই ট্রাকে বালুর উপরে উঠে বসেছিল । পড়ে ট্রাক টি কয়েলগাতী পশ্চিমপাড়ায় ঢুকলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আসিফ মারা যায় । খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ এসে বালুর নিচে পড়ে থাকা আসিফকে উদ্ধার করে। কামারখন্দ থানার উপপরিদর্শক আব্দুল মতিন বলেন দূর্ঘটনায় পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছেন।