হারুন অর রশিদ ,স্টাফ রিপোর্টার:
নিদারুণ শীতে কাঁপছে দেশ। জবুথবু হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলে বসবাসকারী মানুষের জীবনযাপন। শৈত্য প্রবাহে নিস্তেজ হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্র প্রাদুর্ভাব অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে গরীব ও অসহায় মানুষেরা হাঁড় কাঁপানো শীতে জুবুথুবু অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। এই শীত গরীব, অসহায়, ছিন্নমূল মানুষের হাঁড়ে কাঁপুনি ধরে দিয়েছে। একটু উষ্ণতার আশায় মানুষ গরম কাঁপড়ের খোঁজ করছে চারিদিক। অসহায়, দুস্থ, গরীব মানুষের মাঝে উষ্ণতার পরশ বিলিয়ে দিতে এগিয়ে এসেছেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান।
কালাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেক্টর প্রধান ও উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
৮ জানুয়ারি ২০২৫,বুধবার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে সকাল ১১:০০ ঘটিকায় অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান তীব্র শীতের যন্ত্রণা লাঘবে এলাকার বিত্তবানদের শীতবস্ত্র নিয়ে গরীব, অসহায়, দুঃখী, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন কালাই মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিকাল বার্তার স্টাপ রিপোর্টার, মানবাধিকার সংগঠন আসক এর সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ হারুনুর রশিদ ও একালার গণ্যমান্য ব্যক্তিবর্গ।