হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট কালাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ০১ নভেম্বর ২০২৪ শুক্রবার সকাল ১০ টায় ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ‘এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের শেষে উপজেলা পরিষদ মিলনায় তুনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা সোহাগ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলার দারিদ্র বিমোচন অফিসার ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাজমিনুল ইসলাম, আতাহার যুথি মহিলা উন্নয়ন সমতির সভাপতি হাবিবা জাহান জার্সিয়া, মাদাই নুর মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি নাসিমা খানম, আত্ম সফল কর্মী শামীম হোসেন ও আহসান হাবিব সহ আরো অনেকেই। সমাপনী বক্তব্যে সভাপতি ইউ এন ও মহোদয় বলেন সমাস ও দেশ গড়াতে যুবসমাজের গুরুত্ব অপরিসীম। যুব সমাজ ই পারে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে এছাড়াও বেকারত্ব দূর করার লক্ষে তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন এলাকার সংস্থার লোকজন , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।