হারুন অর রশীদ
স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই
উপজেলা প্রশাসনে আয়োজনে ১৭ মার্চ ২০২৪ রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, পৌরসভা, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজলো সদরে শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করেন, এরপর শহীদদের স্মরণে এবং দেশ ও জাতিসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে দোয়া কামনা করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াতের সভাপতিত্বে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনর্চাজ ওয়াসীম আলবারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফয়সাল নাহিদ পবিত্র, উপজলো প্রাণী সম্পদ অফিসার ডাঃ হাসান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস রতনা রশিদ, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, উক্ত কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফারহানা আক্তার ও আয়েশা সিদ্দীকা। সভাশেষে বঙ্গবন্ধু বিষয়ে রচনা প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।