ঝিনাইদহ কালীগঞ্জ প্রতিনিধি সাগর বিশ্বাস দৈনিক বিকাল বার্তা:
ঝিনাইদহ কালীগঞ্জ থানাধীন কাশিপুরে মোছা সুবর্ণা বেগম কাশিপুর দুই সন্তানের জননী ধর্ষণ হয়েছেন
এক গৃহবধু ধর্ষক মোহাম্মদ সাজিদ হোসেন পলাতক রয়েছেন পিতা মহিনুর ইসলাম গ্রাম নিশ্চিন্দপুর মাগুরা।
জেলা থানা মাগুরা সদর ধর্ষক সাজিদ হোসেন স্থানীয় সার গো ডাউন টালিম্যান হিসেবে কর্মরত ছিল।
ধর্ষক সাজিদ ২১.১০.২০২৪ রাতে আনুমানিক দুইটা থেকে ২. ৩০ দিকে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর সাজিদ ধরা পড়েন।
ধর্ষক সাজিদের সাথে কাজ করা কিছু লোকজন জানতে পেরে সকালে ছিনিয়ে নিয়ে আসে পালানোর সহযোগিতা করেন।
বর্তমানে কালিগঞ্জ থানায় মামলার প্রক্রিয়াধীন চলছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানা গেছে।