মোঃ মাহফুজুর রহমান কালিয়া থেকে: নড়াইলের কালিয়া সার্কেলের নতুন সহকারী পুলিশ সুপার জনাব কিশোর রায় যোগদান করেছেন। এ উপলক্ষে নড়াইল পুলিশ সুপার মেহেদী হাসান তার কার্যালয়ে নতুন সহকারী পুলিশ সুপার জনাব কিশোর রায়কে ফুলদিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। কিশোর রায় গোপালগঞ্জের কোটালিপাড়া ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ে এস এস সি, রামশীল কলেজ হতে এইস এস সি, এবং সরকারি তিতুমীর কলেজ হতে বিবিএস অনার্স এমবি এস হিসাব বিজ্ঞানে পাস করেন। তিনি ৩৬ তম বিসিএস এ পুলিশ ক্যাডার থেকে সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। পূর্ব বর্তী কর্মস্থল হিসাবে -০১ কুষ্টিয়া র্যাব-১২, এবং সিপিসি -০২ পাবনা র্যাব -১২ তে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার কার্যালয় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এ্যান্ড অপস) সহ জেলা পুলিশের অন্যান্ন কর্মকর্তাগন।