স্টাফ রিপোর্টার(দ্বীপক চন্দ্র সরকার): পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের কালিহর নদীর খনন কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খাটুয়ারী গ্রামে সুইস গেইট নামক এলাকায় কালিহর নদীর খনন উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান। ১৬ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ২৪ কিলোমিটার নদীটি খনন করার জন্য কাজ করছে মিজানুর রহমান এবং আবুল কালাম আজাদ জেবি নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয়রা জানান, খননের ফলে পানি নিষ্কাশন হবে এবং তারা কৃষি কাজে লাভবান হবেন।এ সময় ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের কালিহর নদী খননে ১৬ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয় হবে। এই খনন কাজটি এলাকার কৃষিতে ও আর্থসামাজিক ব্যবস্থায় বিপ্লব ঘটাবে। পর্যায়ক্রমে জেলার সবকটি নদী ও খাল খনন করা হবেও বলে জানান তিনি।