সাগর বিশ্বাসঃকালীগঞ্জ প্রতিনিধিঃ
ঝিনাইদহ কালীগঞ্জের তিন হাজার কৃষককে বিনামূল্যে দেওয়া হলো রোপা আউশ ধানের বীজ, পাট বীজ ও সার। খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ওই কৃষি উপকরন বিতরন করা হয়। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। তিনি কালীগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১১ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে রোপা আউশ ধানের বীজ, পাটবীজ ও সার তুলে দেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন। এ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি।
উপজেলা কৃষি স¤প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়ার সঞ্চালনায় কৃষকদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন, ও ঝিনাইদহ জেলা পল্লী বিদুৎ অফিসের জিএম মোহাম্মদ ওমর আলী ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।