মহসিন আলম মুহিন
মনের ভিতর কত কথা-
যায় না তোমায় বলা,
শুনবে কি গো মনের ব্যথা-
নাকি, করবে ছলা-কলা।।
চলার পথে প্রথম যে দিন-
দেখে ছিলাম তোমায়,
সে দিন থেকেই ব্যাকুল মন
তোমায় পাবার আশায়।।
রোজ বিকেলে খেলার ছলে-
পেতাম তোমার দেখা,
মন খুশিতে নাচতো তালে
ফুটতো হাসির রেখা।।
ফুলবাগানে ফুলের শোভায়-
নয়ণ জুড়ায় লাগে দোলা,
তুমি যখন থাকো হেথায়-
হিয়ার মাঝে চলে খেলা।।
তোমায় নিয়ে আশায় আশায়-
স্বপ্ন বুনি দিন রজনী,
কি লিখি প্রিয় তোমায়-
তুমি যে মোর প্রাণ সজনী।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯