নিজস্ব প্রতিনিধি:
হালনাগাদ কাগজপত্র না থাকায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেএস ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (১১ই ফেব্রুয়ারী) জেলার নাগেশ্বরী উপজেলার এগারমাথায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হকের নেতৃত্বে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মেসার্স জেএস ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা ধার্য্য পূর্বক তা আদায় করা হয় এবং ভাটার মালিককে হালনাগাদ কাগজপত্র ব্যতীত ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সদর থানা পুলিশের একদল সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, কুড়িগ্রামে বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।