নিজস্ব প্রতিনিধি:
২৭ ডিসেম্বর , ২০২৩ খ্রি. রোজ বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর টু কুড়িগ্রাম মহাসড়কে শব্দদূষণ বিরোধী এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী ০৩ টি যাত্রীবাহী পরিবহন ও ১টি কাভার্ড ট্রাকের চালককে ০৪ টি মামলায় মোট ৩৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ০৭ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুলতামিস বিল্লাহ মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন,শব্দ দূষণ নিয়ন্ত্রণে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।