আরিফুল(কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন৷
জনাযায়, সোমবার সন্ধায় বাড়ি থেকে কুমারখালী যদবয়রা ব্রীজে বাইসাইেল চালিয়ে ঘুড়তে আসার সময় অপর দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন৷
নিহত ওই ব্যাক্তির নাম শুভ (১৮)। তিনি কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা মাঠপাড়া এলাকার শাহিনের ছেলে।
নিহত শুভ কুমারখালি কাপুরিয়া হাটে লুঙ্গি সেলাইয়ের কাজ করতো।
সড়ক দূর্ঘটনার পর স্খনীয়রা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।