স্টাফ রিপোর্টার: নেত্রকোণা কেন্দুয়া ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ধাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) উপজেলা থেকে চেয়ারম্যান পদে সর্বশেষ চূড়ান্ত প্রার্থীর তালিকায় রয়েছে য়ারা, মোফাজ্জল হোসেন ভুঞা (ঘোড়া) প্রতীক ৩৭০৭০ ভোট পেয়ে বিজয়ী এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী নুরুল আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরী (কাপ—পিরিচ) প্রতীকে ২৮৫৫৮ ভোট পেয়েছেন। পরুষ ভাইস চেয়ারম্যান পদে মাওলানা হারুনুর রশিদ তালুকদার (টিউবওয়েল) প্রতকে ৬৬৭৮৩ ভোট পেয়ে নিবার্চিত হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী মামুনুল কবীর খান (তালা) প্রতীকে ৩৫৮৯৭ ভোট পেয়ে পরাজিত হয়েছে। মহিলা ভাইস চেয়াম্যান পদে সেলিনা বেগম (ফুটবল) প্রতীকে ৩৪৫৭৮ ভোট পেয়ে নিবার্চিত হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী মোছা: ফাতেমা বেগম (পদ্মা ফুল) প্রতীকে ২৪০৩২ ভোট পেয়ে পরাজিত হয়েছে।