দ্বীপক চন্দ্র সরকার: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০০জন কৃষকের প্রত্যেকের মধ্যে সরকারি প্রণোদনার ৫কেজি করে আউশ ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি করে এমওপি স্যার এবং ৫০জন কৃষকের প্রত্যেকের মধ্যে ১ কেজি করে তুষা পাট বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে জাতীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিক আজিজ, সাবেক ইউপি চেয়ারম্যান সালমা আক্তার ও জাহাঙ্গীর চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।