1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
খুলনায় আয়রন প্যারাডাইস জিম বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ -২০২৫ অনুষ্ঠিত - Bikal barta
২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:২৮|
সংবাদ শিরোনামঃ
বগুড়ার মহাস্থানে অবৈধ স্থাপনা যৌথ বাহিনী কর্তৃক উচ্ছেদ চিরিরবন্দরে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জেলা এনএসআই,পাবনার তথ্যের ভিত্তিতে ও সার্বিক তত্ত্বাবধানে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোরশেদুল আলম কর্তৃক অবৈধ বালুমহাল থেকে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ভাঙ্গায় ১৪৪ ধারা ভেঙে জমি দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ  ৪৩ মাসের বেতন বকেয়া থাকায় পৌরসভায় তালা ঝুলিয়ে কর্মবিরতিতে কর্মকর্তা কর্মচারী ডিগ্রি পাসকোর্স করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন। জকিগঞ্জে ঈদগাহ বাজারের একই গ্রামের ৬ তরুণ ৫দিন থেকে নিখোঁজ!সন্ধান পেতে পরিবারের আকুতি!  চট্টগ্রামে সাতকানিয়ায় বাবার ধর্ষণে মেয়ে অন্তঃসত্ত্বা! ঝিনাইদহে গরু চুরি, নিঃস্ব দুই দিনমজুর পরিবার। ধর্ষককে নিয়ে উত্তেজনা বীরগঞ্জে পুলিশের উপর দুর্বৃত্তের হামলা গাড়ি ভাংচুর, থানায় মামলা

খুলনায় আয়রন প্যারাডাইস জিম বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ -২০২৫ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫,
  • 36 জন দেখেছেন

 

খুলনা প্রতিনিধি:

খুলনা২০ ফেব্রুয়ারি ২০২৫: শুক্রবার সন্ধ্যা ৭টায়, সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত নগরীর ময়লাপোতা মোড় অবস্থিত, আয়রন প্যারাডাইস জিম এর বাৎসরিক “বডি বিল্ডিং ফিটনেস চ্যাম্পিয়নশিপ -২০২৫”, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০জন প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন।

 

স্বাস্থ্য ও ফিটনেস সচেতনতার বিস্তার এবং ক্রীড়ার প্রতি ভালোবাসা থেকেই প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

এবারের চ্যাম্পিয়নশিপে ৩টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার মধ্যে বডি বিল্ডিং এবং ম্যান ফিজিকস (পুরুষ) বিভাগের পাশাপাশি নবীন প্রতিযোগীদের জন্যও বিশেষ বিভাগ ছিল।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা, শারীরিক সৌষ্ঠব ও শক্তি প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

 

চ্যাম্পিয়নশিপের প্রধান আকর্ষণ ছিল ফাইনাল রাউন্ড, যেখানে প্রতিযোগীদের কঠোর পরিশ্রম ও নিবেদন ফুটে ওঠে।

 

বিচারক প্যানেল অংশগ্রহণকারীদের (চ্যাম্পিয়নশিপে) বিভিন্ন ওজন, শ্রেণি, অনুযায়ী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকরা প্রতিযোগীদের পেশির গঠন, শারীরিক ভারসাম্য, নমনীয়তা ও উপস্থাপনার উপর ভিত্তি করে নম্বর প্রদান করেন এবং বিজয়ীদের নির্বাচন করেন।

 

এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছেন ৩জন,

এম ডি সজীব (বডি বিল্ডিং)

আশিক ৫৬/৬৫ ম্যান ফিজিক্স,

অনিক  ৬৫/৭৫ ম্যান ফিজিক্স,(পুরুষ বিভাগ)

 

প্রথম রানার আপ -মোহাম্মদ শাকিল (বডি বিল্ডিং)

প্রথম রানার আপ -স্মরণ (ম্যান ফিজিক্স)

প্রথম রানার আপ -পিয়াল (ম্যান ফিজিক্স)

 

দ্বিতীয় রানার আপ -শাওন (বডি বিল্ডিং)

দ্বিতীয় রানার আপ -আলী হাসান (ম্যান ফিজিক্স)

দ্বিতীয় রানারআপ –  লাবিব (ম্যান ফিজিক্স)

 

যারা তাদের অসাধারণ শারীরিক কাঠামো ও পারফরম্যান্সের মাধ্যমে সকলকে চমকে দেন।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও তরুণদের শরীর চর্চায় অনুপ্রাণিত,এবং মাদক থেকে দূরে রাখা। এছাড়া, ফিটনেস ও বডি বিল্ডিং শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা যায়। চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ সুন্দরবন এর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব মইনুল ইসলাম, বিশেষ অতিথি হিউম্যান রাইটসের এর চেয়ারম্যান খান রেজাউল ইসলাম রেজা, এবং  আয়রন প্যারাডাইস জিম এর ব্যবস্থাপনা পরিচালক মুনির আহমেদ হিরন , সঞ্চালনায় ছিলেন হাসিব হাসান বাবু

 

“বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ -২০২৫” সমাপ্তিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জনাব মইনুল ইসলাম , তিনি বলেন,

এই সফল আয়োজন শরীর চর্চা ও ফিটনেসপ্রেমীদের জন্য অনুপ্রেরণার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে,যা এই প্রতিযোগিতায় শরীর চর্চা ও সুস্থ জীবনধারার মান প্রচার করে প্রতিযোগীরা কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের প্রস্তুত করেন, যা তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস।

 

আয়রন প্যারাডাইসের ব্যবস্থাপনা পরিচালক বলেন,

এই ধরনের প্রতিযোগিতা ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনে এবং শরীর চর্চার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।

ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন প্রতিযোগিতা আয়োজন করার প্রত্যাশা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!