বিশেষ প্রতিনিধি, খুলনা:
খুলনার জাতিসংঘ পার্কের ভিতর ইজিবাইক চালক পলাশ হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
ভিকটিম পলাশ শেখ একজন ইজিবাইক চালক। ভিকটিমের সাথে আসামীদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। গত রবিবার (৬ এপ্রিল ২০২৫) রাত অনুমান সোয়া ৮টায় কেএমপি খুলনার সদর থানাধীন জাতিসংঘ পার্কের ভিতরে আসামীরা ভিকটিম এর সাথে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট করে এবং এক পর্যায়ে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে ভিকটিমের নারিভুড়ি বের করে দেয়। পরবর্তীতে ভিকটিমকে স্থানীয় লোকজন ও তার চাচা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ভিকটিম তার চাচার কাছে আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন। এ সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে কেএমপি, খুলনার সদর থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে র্যাব-৬, স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) রাত ১০টায় র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পলাশ হত্যা মামলার ১ নং প্রধান পলাতক আসামী ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র্যাব-১০ (সিপিসি-৩) এর সহায়তায় ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকা হতে পলাশ হত্যা মামলার প্রধান পলাতক আসামী ফাহিম (১৯), পিতা-ভুট্ট, সাং-ফেরিঘাট, দেবেনবাবু রোড, টিনসেড বস্তি, থানা-সোনাডাঙ্গা, জেলা-কেএমপি খুলনা’কে গ্রেফতার করে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।