সুদীপ্ত মিস্ত্রী খুলনা প্রতিনিধি: বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার ডুমুরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।এ উপলক্ষ্যে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন,মুফতি আব্দুল কাউয়ুম জমাদ্দার প্রমুখ। শেষে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।