রাসেল মাহমুদের ছবিতে ইমরান সরকার এর রিপোর্ট :- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান এর বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন পলাশবাড়ীর গণমাধ্যম কর্মীরা, ১৭ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবর্ধনা দেয়া হয়। ১৮ জানুয়ারী সকাল ১০ টায় ইউএনও’র কার্যালয়ে পলাশবাড়ী মডেল প্রেসক্লাবে পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয় এবং একই দিনে সকাল ১১.৩০ মিনিটে উপজেলার গণমাধ্যম কর্মীদের আতুর ঘর ঐতিহ্য বাহি সাংবাদিক সংগঠন পলাশবাড়ী প্রেসক্লাব এর সাবেক সভাপতি ফজলুল হক দুদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ পাপুল সরকারের সার্বিক তত্ত্বাবধানে ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপনের সঞ্চালনায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান কে এক অনাড়ম্ভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
বিদায়ী ইউএনও মোঃ কামরুল হাসান আবেগ আপ্লূত হয়ে বলেন আমি একজন নগন্য মানুষ আমি অধিকতর যোগ্য না হয়েও আপনারা আমাকে যা দিচ্ছেন তা আমি কোনদিন ভুলবো না, পলাশবাড়ী উপজেলার মানুষ খুবই আন্তরিক আর এখানকার রাজনৈতিক পরিবেশও ভালো গণমাধ্যম কর্মীরাও অনেক আন্তরিক। ফলে সকলকে নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারবো না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন এবং সেই সঙ্গে সকলের কাছে তিনি তার ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এসময় বক্তারা বলেন, তিনি মানুষকে সেবা দেওয়ার জন্য দৌঁড়াতেন। তার কর্মের কথা উপজেলাবাসী মনে রাখবে। প্রত্যেকটি মানুষের কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন ও সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করতেন। সারাক্ষণ উপজেলা উন্নয়ন নিয়ে ভাবতেন। তিনি সৎ,উদ্যামী ও কর্মঠ ছিলেন। বক্তব্য কালে দু একজন আবেগ তাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়ে।
এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি,পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
উল্লেখ্য, বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান ১৬ জুলাই ২০২৩ ইং তারিখে পলাশবাড়ী উপজেলায় যোগদান করেন। তিনি পলাশবাড়ী যোগদানের আগে টাঙ্গাইলে সহকারী কমিশনার ভূমি হিসাবে সফলতার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।