মোঃ মাহফুজুর রহমান কালিয়া থেকে: নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন এর বাজে বাবরা ইপিয়ার শেখের ছেলে আসুয়াত (১৩)। সে শাহাবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র। গত শুক্রবার ২৩ আগষ্ট পুরুলিয়া ইউনিয়নের বাজে বাবরা এলাকা থেকে সে নিখুঁজ হয়। অনেক খুঁজা খুঁজির করে তার সন্ধান না পেয়ে তার মা বাবা হতাশা হয়ে পড়েছে। এ ব্যাপারে আসুয়াতের মা কালিয়া থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন। জিডি নং ৯২১।