এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
বাবা মায়ের মৃত্যুর ১৭ বছর গতো হলো।মায়ের মৃত্যুতে মনে কোনো কষ্ট নেই।প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রিজিক, মৃত্যু, জীবনের ফায়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। মায়ের হায়াত শেষ হয়ে গেছিলো,হায় আল্লাহ তায়ালা তাকে কবরবাসী করেছেন। দোয়া করি আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস দান করুক।
এই বুকে যতো কষ্ট, যতো যন্ত্রণা সবই তোমার জন্য বাবা। তোমার অর্থ সম্পদের প্রতি আমার কোনো লাভ নেই, তুমি জায়গা জমিন বিক্রি করে তোমার পরবর্তী সংসারের ছেলের নামে জায়গা কিনেছো,সেইসবে আমার কোন চাওয়া পাওয়া নেই। কারণ তুমি আমার বাবা। তুমি যা ভালো মনে করেছো,তাই করেছো।আমার দুই বোন এবং আমি কোথায় আছি, কেমন আছি,সেইসবের খবর তুমি নিতে চাও না। তাতেও আমাদের কোন দুঃখ নেই, আমরা চাই তুমি সুখে থাকো। তুমি যদি সুখে থাকো, আমরা ফুটপাতে ঘুমিয়েও শান্তি পাবো। দোয়া করি তুমি সুখে থাকো, কষ্টের জীবন নিয়ে এসেছি, সেটাকেই আপন করে নিলাম।আমি জানি আমার প্রতি তোমার হাজারটি মিথ্যা অভিযোগ রয়েছে। কিন্তু তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই। তুমি আমার বিরহের কারণ, তাই কাউকে বলতেও পারি না। জীবন নিয়েই চলাফেরা।
তবুও মাঝে মাঝে অনেক কষ্ট হয়, কিন্তু কেনো?
বলছি বিস্তারিত, কেন হৃদয় মাঝে একের পর এক কষ্ট নামক উইপোকা জীবনটাকে কুরে কুরে খাচ্ছে।
যখন লোকসমাজের কেও আমার বিরহের কারণ জানতে চায়,তখন আমি কষ্ট পাই।আমি কষ্ট পাই যখন মানুষ তোমাকে নিয়ে প্রশ্ন করে। আমি কষ্ট পাই যখন জীবনের অতীত স্মৃতি মনে পরে।মনে পরে সেই ছেলেবেলার কথা, যখন আমি খুব ছোট ছিলাম। তোমার নিঃস্বার্থ ভালোবাসার একমাত্র অধিকারী ছিলাম। তোমার কাঁধে ছেড়ে বাজারে যাওয়া, মেলায় যাওয়ার স্মৃতিগুলো আজও আমাকে কাদায়। মায়ের মৃত্যুর ১৭ বছর পর্যন্ত চেষ্টা করে এসেছি তোমাকে নিয়ে গল্প করবো।তুমি বাবা, তোমার সাথে কারো তুলনা হয় না। তোমাকে বুকে জড়িয়ে ধরবো, আমার দুঃখগুলো বলবো, কেনো তুমি আমাকে ছেড়ে দূরে থাকো সেই কথাগুলো শুনবো। কিন্তু সেই সুযোগটি তুমি আমাকে আজ দাওনি বাবা, আমার প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়েছে। যেই ব্যর্থতা আমার বুকের ভিতরে এক জীবন তো বাবার কবর তৈরি করেছে। যে কবর আমাকে প্রতিদিন কাঁদায়, প্রতিদিন তিলে তিলে পোড়ায়। এ যেনো এক তুষের আগুন, যা দিবানি জ্বলে পুরে ছাই হয় কিন্তু শেষ হয় না। আমার হৃদয় মাঝে এতটাই যন্ত্রণা চাপা রয়েছে, যার কারণে আমি মাঝে মাঝে বলতে বাধ্য হই। আমি এক জ্বলন্ত কঠিন অগ্নিশিখা, যা পুড়ছে, জ্বলছে কিন্তু চিহ্ন নেই।
শেষকথা:-তুমি বাবা, তোমার প্রতি কোন অভিযোগ সমাজে গ্রহণযোগ্য নয়। তাছাড়া আমি তোমার নামে কোন অভিযোগ দিচ্ছি না। আমি একটাই তো করি তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো, তুমি সুখে থাকো।
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
শশারকান্দা, শাল্লা, সুনামগঞ্জ।