মো.আল আমিন স্টাফ রিপোর্টারঃ
ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর। এ সময় ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ।
মঙ্গলবার (৮এপ্রিল) সকালের দিকে সর্বস্তরের জনগণের ও ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন করেন বিভিন্ন স্কুল, কলেজসহ ধর্মপ্রাণ তৌহিদি জনতা ও বিভিন্ন ধর্মীয় সংগঠন।
প্রতিবাদ বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। বর্বর এই হামলায় পাখির মতো মরছে মানুষ। কিন্তু জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা এ নিয়ে কোনো প্রতিবাদ করছে না। আমরা এই মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখনই সময় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে এক হয়ে ফিলিস্তিন স্বাধীন করার। অন্যথায় ভূলুন্ঠিত হবে বিশ্ব মানবতা। মিছিল সমাবেশ শেষে ফিলিস্তিনের সকল শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।