গীতিকাব্য — সৃষ্টিকর্তা
এ, নাসরিন সরমিন
আল্লাহ্ তুমি দয়ার ধারা তুমি রহিম রহমান ,
তুমি তো অনন্ত অসীম
সৃষ্টির অনন্য প্রাণ — ৷৷
তুমিই তো সেই সৃষ্টিকর্তা
মহান, উদার , অনন্য,
চিরন্তন অবিনাশী তুমি
বাঁচা তোমার জন্য,
সৃষ্টি করেছো আকাশ বাতাস
বিশাল জমিন আসমান — ৷৷
আল্লাহ্ তুমি আছো মনে
তুমি ছাড়া সব মিছে,
তোমার মায়ায়, আলো ছায়ায়
আমরা সবাই যাই মিশে,
সড়ল ক্ষনে সবার মনে
তুমি রইবে বহমান –৷৷
এ, নাসরিন সরমিন, সীতাকুণ্ড, চট্টগ্রাম।