ইমরান সরকার:- আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রচারণার লক্ষ্যে পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মে, ২০২৪) সন্ধ্যার পর ৮নং ওয়ার্ডের পান্থাপাড়ার পশ্চিমপাড়ায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে শতভাগ অবদান রাখতে পারবে প্রভাষক শাকিল আকন্দ বুলবুল। তার নির্বাচনী প্রতীক আনারস এ আগামী মঙ্গলবার (২১ মে, ২০২৪) আপনারা স্বতস্ফুর্তভাবে ভোট প্রদান করে বিজয়ী করবেন। উপজেলাবাসীর উন্নয়ন স্বার্থে আপনারা মতভেদ ভুলে আনারস প্রতীককে বিজয়ী করতে কাজ করে যাবেন। আপনাদের মাত্র ক’টি দিনের পরিশ্রমে বিজয় সুনিশ্চিত, ইনশাল্লাহ্।
আজিজার রহমান শেখের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, সহকারী আইনজীবী রোস্তম মহুরী, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম জাফু, ইব্রাহিম খলিল জুয়েল, যুবলীগ নেতা বাপ্পী, সাহাবুল শেখ প্রমুখ।