ইমরান সরকার স্টাফ রিপোটারঃ-
আসন্ন ঈদুল ফিতর শহরকে যানজটমুক্ত রাখতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (২৩ মার্চ) দুপুরে গোবিন্দগঞ্জ শহরের থানা মোড়ে এ অভিযান শুরু করা হয়। এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশত অবৈধ দোকান-পাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন- গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, থানার ওসি শামসুল আলম শাহ, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার প্রমুখ।
অতিরিক্ত ডিআইজি জাকারিয়া ইসলাম বলেন, ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সে জন্য এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও অবৈধ বালু বহনকারী ড্রামট্রাক নিয়ম বহিরভূত চলাচলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।