ইমরান সরকার:-গাইবান্ধা পৌরসভার ঘুষ বাণিজ্যের হোতা দুর্নীতিবাজ উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মাদ শফিউল ইসলামকে গাইবান্ধ হতে পলাশবাড়ী পৌরসভায় বদলি করায় সচেতন পলাশবাড়ী পৌরবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
আজ সোমবার দুপুরে পলাশবাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে
ওই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে পলাশবাড়ী পৌরসভায় নিযুক্ত না দেয়ার জন্য প্রতিবাদস্বরুপ একটি ব্যানার পৌরসভা চত্তরে স্থাপনসহ বিভিন্ন সরকারী দপ্তরে অভিযোগ দাখিল করেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি এবং দূর্নীতিবাজ ওই কর্মকর্তাকে দ্রুত অন্যত্র বদলি ও অপসাননের দাবী জানান।
উল্লেখ্য,ঘুষ বাণিজ্যের হোতা, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী শফিউল ইসলামকে বৃহস্পতিবার (১৩ মার্চ) স্থানীয় সরকার রংপুর বিভাগের উপ-পরিচালকের স্বাক্ষরিত এক পত্রে পলাশবাড়ী পৌরসভায় বদলী করা হয়েছে।খবরটি মুর্হুতের মধ্যে ছড়িয়ে পড়ায় ফুসে উঠেছে সচেতন পলাশবাড়ী পৌরবাসী।
অবিলম্বে এই বদলী বাতিল করে প্রজ্ঞাপন করা না হলে আন্দোলনে নামবে পলাশবাড়ী পৌরবাসী।