মোঃ আরফাতুল ইসলাম চকরিয়া প্রতিনিধি:
রবিবার(২৭অক্টোবর) বিকাল ৪টায় চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে চকরিয়া উপজেলা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এম ওমর আলীর সভাপতিত্বে ও যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক,প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম মঞ্জুর,যুগ্ম আহব্বায়ক সাইফুল ইসলাম সাবু,লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মোহাম্মদ মানিক,যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সিকদার ও ফরহাদুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক এহসানুল কবির, কাকারা ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল হুদা রানা, ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিনসহ চকরিয়া উপজেলা যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সভায় সভাপতির বলেন, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠা হয়েছিল। সেই আদর্শ বাস্তবায়নেই কাজ করছে দলটির নেতাকর্মীরা। লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না।
এ-সময় বক্তব্য বলেন কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আমরা এইবার মানবকল্যানে ভিন্নধরণের উদ্যোগ নিয়েছি যেখানে ছিল ফ্রি মেডিক্যাল ক্যাম্প যথাযত ঔষধের ব্যবস্থা এইদিন সহস্রাধিক সাধারণ মানুষের মাঝে আমরা চিকিৎসা সেবা প্রধানের ব্যবস্থা করেছি।