মোঃ আরফাতুল ইসলাম (সানি)চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় থানার বিশেষ অভিযানে আনুমানিক ১৯/০৪/২৫ইং রাত ১টায় সময় আনোয়ার শপিং সেন্টারের সামনে স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট একটি দোকানের রাস্তার সামনে থেকে দম্পতি ২জনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল,ওয়াকিটকি ও মোবাইল ফোন।
গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার তাইনজাঙ্গা ইউনিয়নের ভাটগাঁও এলাকার মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে মোঃ মিজান (৩৬) ও তার দ্বিতীয় স্ত্রী পটুয়াখালী জেলার মৃত নাছির উদ্দীনের মেয়ে মৌসুমী বেগম মৌ (২৭)।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে চকরিয়া কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস.এম রকীব উর রাজা ও চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ধৃত ভূয়া নৌবাহিনী অফিসার মিজানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অর্ধডজনাধিক মামলা রয়েছে। এছাড়া ধৃত মিজান হাতে ওয়াকিটকি সেটসহ নিজেকে নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দিয়ে চকরিয়া পৌরশহরের আনোয়ার শপিং কমপ্লেক্সস্থ স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির দোকান হতে ক্যামেরা ভাড়া নেওয়ার কথা বলে ক্যামেরা দেখার চেষ্টা করে। এতে গতিবিধি ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করে পুলিশ। তাছাড়া দেশের বিভিন্ন স্থানে ফটোগ্রাফির জন্য ক্যামেরা ভাড়া করার কথা বলে প্রতারণাপূর্বক ক্যামেরা নিয়ে গিয়ে; ওই ক্যামেরা ফেরত না দেওয়ার অভিযোগের সত্যতাও পুলিশের কাছে স্বীকার করেছে ধৃতরা এমন তথ্য নিশ্চিত করা হয় সংবাদ সম্মেলনে।