মোঃ আরফাতুল ইসলাম কক্সবাজার-প্রতিনিধ: কক্সবাজারের চকরিয়া উপজেলা সাহারবিল আছ ছফা আদর্শ শিক্ষা নিকেতন নামের শিক্ষা প্রতিষ্টানের মাঠ দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় যে সংবাদ প্রচার করা হয়েছিল তা সত্য নয় দাবী করে সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরেন জমিটি বৈধ মালিক পক্ষ।
সোমবার দুপুর ১২টায় কে বি জালাল উদ্দীন সড়কের পরিষদ এলাকায় সংবাদ সম্মেলনে মূল বিষয় উপস্থাপন করেন ভুক্তভুগী মালিক পক্ষ।
সংবাদ সম্মেলনে মালিক পক্ষ জানান, যে স্থানে দেওয়াল নির্মাণ হচ্ছে তা কাহারিয়াঘোনা মৌজার ৪৮ নং খতিয়ানের জায়গা। স্কুল কর্তৃপক্ষ যে জায়গাটি ক্রয় করেছে তা ৪৬ নং খতিয়ানের জায়গা।মুলত স্কুল কর্তৃপক্ষ জোর করে জায়গাটি স্কুল বাউন্ডারি ভেতরে ডুকিয়ে রেখেছে।
১৯৭০ সালে জমিটি ক্রয় করেন আবদুল মালেক,১৯৭৪ সালে মৌলভী ইসহাক জমিটি ক্রয় করে ৭৭২ নং নামজারি খতিয়ান সৃজন করেন।মৌলভী ইসহাকের ওয়ারিশদের কাছ থেকে ২০১৪ সালে জমিটি ক্রয় করে মো: সাকের নামজারী খতিয়ান ২০১৭ নং সৃজন করেন। মূল মালিক মোঃ সাকের থেকে রেজিষ্ট্রাট বায়না মূলে ৬ শতক জায়গাটি ক্রয় করেন আবদুল হামিদ ভোগ দখলে আছে। জায়গাটি সংরক্ষণের প্রয়োজনে আবদুল হামিদ সীমানা দেওয়াল নির্মাণ করতে গেলে বাঁধা দেয় স্কুল কর্তৃপক্ষ।
এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি নালিশী অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান জমিটির ক্রয়কৃত মালিক আবদুল হামিদ।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মোঃ সাকের,আবদুল হামিদ,সুজন,পেঠান মেম্বার,নুর মোহাম্মদ প্রমূখ।