্
মোঃ আরফাতুল ইসলাম সানি চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর বারোটায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চকরিয়া কমিটির সভাপতি জামাল হোছাইন ও সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
এসময় উপজেলা কমিটির অর্থ সম্পাদক শাহ আলম, সহ-প্রচার সম্পাদক আরফাতুল ইসলাম সানি, দৈনিক মুক্ত খবরের চকরিয়া প্রতিনিধি মুহাম্মদ রিদুয়ানুল হক প্রমুখ।
সৌজন্য সাক্ষাতকালে নবাগত ইউএনও মো. আতিকুর রহমান জাতির বিবেক সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখযোগ্য নবাগত নির্বাহী কর্মকর্তা চকরিয়া উপজেলায় যোগদানকৃত মো: আতিকুর রহমান ইতিপূর্বে তিনি বিভিন্ন জেলায় ও বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবেও কর্মরত ছিলেন। ২০১৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। মাঠ পর্যায়ে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বেশ কয়েকটি উপজেলায় কাজ করেছেন।
নবাগত ইউএনও মো: আতিকুর রহমান চকরিয়ার যোগদানের পূর্বে পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। গত ১৬ অক্টোবর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলা থেকে তাঁকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার হবিগঞ্জ উপজেলায়।