কে এম আবুল কাশেম (বাহাদুর)
(চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোচীফ)
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন আব্দুল বাতেন। গত ২২ অক্টোবর ২০২৪ইং মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ এম নাজিম উদ্দিনের এক বিবৃতির মাধ্যমে শ্রমিক দলের সংশ্লিষ্ট সকলকে অবহিত করেন। কাজী শেখ নুরুল্লাহ বাহার শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করায় দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক সফরে অংশগ্রহণ করায় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। উক্ত বিবৃতিতে আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন বলেন, আন্দোলন সংগ্রামের পরিলক্ষিত নেতা বাতেনকে দক্ষতার সহিত সংগঠনের দায়িত্ব পালন করে সংগঠনকে এগিয়ে নিবেন। এই আশাবাদ ব্যক্ত করছি। উল্লেখ্য যে, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫/১০/২০২৪ইং সাতক্ষীরা জেলা ২৬/১০/২০২৪ মাগুরা জেলা, ০১/১১/২০২৪ বরিশাল জেলা, ০২/১১/২০২৪ বরিশাল মহানগরের সফরের দায়িত্ব পালন করার সিদ্ধান্ত গ্রহণ হয়। উক্ত কমসূচিতে অংশগ্রহণ করা জন্য আগামী ২৪ অক্টোবর হতে ০৩ নভেম্বর ২০২৪ইং পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বাহিরে অবস্থান করবেন।